সিজিএম পাবলিকেশন্স : আমাদের কথা
মানুষ জানে -
কিন্তু কি করে জানে?
মানুষ শেখে -
কিন্তু কীভাবে শেখে?
মানুষ বোঝে, মানুষ ভাবে। মানুষ তাই ভাবুক। চিন্তক সে । সংবেদ ও বিবেক বোধের শীর্ষে-- আশরাফুল মাখলুক।
"আল্লামা হুল বায়ান"...স্বয়ং স্রষ্টাই যে তার শিক্ষক!
চিহ্ন, বর্ণ ,শব্দ উপভাষা, ভাষা, পরিভাষার স্তর...পেরিয়ে মানুষ পৌঁছে গেছে সংকেত-তরঙ্গে। তারই সর্বাধুনিক প্রকাশ ঘটে মিডিয়ায়।
মিডিয়ার জগতে আমাদের পদার্পণ CGM Publications নামে । 'চৌধুরী গোলাম মাওলা পাবলিকেশন্স' ওয়েব সাইটটি ই-বুক, বই, সংগীত, চিত্র, চলচ্চিত্র নির্মাণ-প্রকাশ- প্রচার ও পরিবেশনায় সমন্বয়ক এক প্রতিষ্ঠান ।
কালচার মানে সংস্কৃতি। শুদ্ধতম সংস্কৃতি মানুষকে উন্নীত করে পরিশুদ্ধতম উচ্চতায়।আমাদের মটো (motto) তাই- culture glorifies mankind- cgm.
'সংস্কৃতি সুদীপ্ত করে মানুষে'। আর,
ইসলাম -ই আমাদের কাছে সর্বোচ্চ মর্যাদার সংস্কৃতি। একটি পূর্ণাঙ্গ সংস্কৃতি।
সুদীপ্ত মানুষ গড়ার জন্যে আমাদের প্রতিষ্ঠান-ভাবনা: cgm. সিজিএম -এর আওতায় -
১.একটি আরবি ও শরীয়াভিত্তিক মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনা,
২. সংস্কৃতির সর্ব শাখায় উন্নত প্রশিক্ষণ প্রদান
৩.শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে উচ্চতর গবেষণা, প্রয়োগ ও বিকাশ